কখনও দুর্গা তুমি কখনও শ্যামা
সব রূপেতেই মা কিন্তু তুমি পরমা
কখনও নিধন করছ অসুরের
শান্তি আনতে খামতি নেই কসুরের।
আবার কখনো নাশ ক’রে দুর্বৃত্তের
মুণ্ডচ্ছেদে প্রবাহ বহিয়ে শোনিতের
ত্রাহি রব যখন চারিদিকে ভয়ের
প্রতিষ্ঠা কর জয় সত্য ও যথার্থের।
একাধারে ক’রে সুখ শান্তির প্রচার
তুলে ধরছ পবিত্র ও উচ্চ বিচার
দমন করে অন্যায় উড়িয়ে কেতন
দুর্বলকে দিচ্ছ অভয়েরও চেতন।
বসুন্ধরার বুকে আনতে হলে সাম্য
এই রকম চাই ত্যাগ ধর্ম ও কর্ম।
সব রূপেতেই মা কিন্তু তুমি পরমা
কখনও নিধন করছ অসুরের
শান্তি আনতে খামতি নেই কসুরের।
আবার কখনো নাশ ক’রে দুর্বৃত্তের
মুণ্ডচ্ছেদে প্রবাহ বহিয়ে শোনিতের
ত্রাহি রব যখন চারিদিকে ভয়ের
প্রতিষ্ঠা কর জয় সত্য ও যথার্থের।
একাধারে ক’রে সুখ শান্তির প্রচার
তুলে ধরছ পবিত্র ও উচ্চ বিচার
দমন করে অন্যায় উড়িয়ে কেতন
দুর্বলকে দিচ্ছ অভয়েরও চেতন।
বসুন্ধরার বুকে আনতে হলে সাম্য
এই রকম চাই ত্যাগ ধর্ম ও কর্ম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন