শুক্রবার, অক্টোবর ১১, ২০১৩

তুমি করে দেখালে একা মা, দশজন




অরুণ কারফা, আপনি বহুদিন যাবৎ চরৈবেতিতে পোস্ট দিচ্ছেন। কিন্তু আপনি লক্ষ্য করেন না অন্য পোস্টগুলি কীভাবে হচ্ছে। আপনার লেখার শিরোনাম শিরোনামের জায়গায় লিখবেন। রচনা করুন অপশনে ক্লিক করলে যেখানে কারসারটি ব্লিংক করবে সেখানে প্রথমেই লিখেছেন অরুণ কারফা লিখুন। এরপর মূল লেখাটি পোস্ট করুন। লেবেল ঠিক করুন (ডানদিক দেখুন)।
তুমি করে দেখালে একা মা, দশজন
যা করে দেখাতে পারে না, অবলীলায়,
তোমারই আগমন করল নিধন
অসুরকে, যে ছিল দুর্বৃত্ত এ খেলায়।
দেখালে অসত্যের ’পর সত্যের জয়
কিছুদিন হয়ত ঠেকিয়ে রাখা যায়
যদিও হল শেষে যা অবশ্যই হয়
দুরাত্মারই অবশ্যম্ভাবী পরাজয়।

তাই বুক বেঁধে আছি এই ভরসায়
আমাদের মাঝেই কেউ গিয়ে এগিয়ে
তুলে নিয়ে যখন নিজেরই কাঁধে দায়
ভেঙে দেবে ব্যাবস্থাটা শৃঙ্খল গুঁড়িয়ে।
মুক্তির এ বার্তা যেমন এসেছ নিয়ে

তেমনই ভাবে তা যাবে ছড়িয়ে দিয়ে ।

কোন মন্তব্য নেই: