সোমবার, অক্টোবর ০৭, ২০১৩

মায়ামৃগ


লিখেছেন : অরবিন্দ দত্ত
প্রথম দেখাতেই ভালো লেগেছিল তোমাকে,
তোমার  বাচনভঙ্গি আমাকে মুগ্ধ করেছিল।
তার পর সেই ভালো লাগা, কবে যে ভালবাসায়
পরিণত হয়েছিল, তা আজ আর মনে নেই।
এই কটা বছর পার করে, কষ্ট হলেও  
আজ আমার ভাবতে হচ্ছে, ‘সাত পাঁকে বাঁধা’
-এটা  ছিল একটা অঘটন। তোমার স্বার্থপরতা,
তোমার আত্মপ্রেম আজ তোমাকে
আমার কাছ থেকে অনেকটা দুরে নিয়ে গেছে।
সুজন, রামধনু রঙে রাঙানো  যে রঙিন জীবনের
স্বপ্ন তুমি আমায় দেখিয়েছিলে, তারতো অঙ্কুরেই
পরিসমাপ্তি ঘটেছিল। আমি বৃথা নিত্য প্রেমধারা
ঢেলে তাকে  বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলাম।  
নিজের ইছাত্মক বাসনা গুলোকে হৃদয়ের অন্তঃপুরে
কয়েদ  করে,  তোমার হৃদয়বাসনা গুলোকে
আপন ইচ্ছনীয় কর্ম ভেবে মুক্ত করেছিলাম -  
শুধু এইটুকু ভেবে, আমি তোমাকে ভালোবাসি।
তোমার ভালবাসার প্রতিদানস্বরূপ আমার মর্মস্থলে
সঞ্চিত প্রেমবারির সবটুকুইতো  তোমাতে
নিঃশেষিত করেছিলাম। আমি আজ আশাহত।
তোমাকে মায়াবী অরণ্যের এক মায়ামৃগ ছাড়া

আর কি বা ভাবতে পারি...।   

কোন মন্তব্য নেই: