আমি নিজেরে যতটা জানি
আমার মাঝে আছে দুটো সত্তা
একটা পশু দানবখানি
আর একটা হাসি খুশী কর্ত্তা।
একটা সদাই বলে আমায়
আমি নাকি সর্বদা ঠকছি
অন্যটা রক্তিম চক্ষু টাটায়
কারো জন্য কি কিছু করেছি?
দুর্ভাগ্য, করার সুযোগ এলে
প্রথমটাই প্রথমে ওঠে জেগে
আর সুযোগটা পালিয়ে গেলে
চিত্তটারে দ্বিতীয়টা কষ্ট দাগে।
আমি জানিনা কবে
প্রথমটা দ্বিতীয়
আর দ্বিতীয়টা হবে প্রথম
সেদিন কিনা হবে
আমার এ জাতীয়
মৃতসম বেঁচে থাকা খতম।
আমার মাঝে আছে দুটো সত্তা
একটা পশু দানবখানি
আর একটা হাসি খুশী কর্ত্তা।
একটা সদাই বলে আমায়
আমি নাকি সর্বদা ঠকছি
অন্যটা রক্তিম চক্ষু টাটায়
কারো জন্য কি কিছু করেছি?
দুর্ভাগ্য, করার সুযোগ এলে
প্রথমটাই প্রথমে ওঠে জেগে
আর সুযোগটা পালিয়ে গেলে
চিত্তটারে দ্বিতীয়টা কষ্ট দাগে।
আমি জানিনা কবে
প্রথমটা দ্বিতীয়
আর দ্বিতীয়টা হবে প্রথম
সেদিন কিনা হবে
আমার এ জাতীয়
মৃতসম বেঁচে থাকা খতম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন