শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০১৩

কাদের কথা বলি এই ক্ষুদ্র বচনে

কাদের কথা বলি এই ক্ষুদ্র বচনে
কস্মিনকালেও যাদের সূর্য ওঠেনে
না যাদের উঠেই গেছে ডুবে স্বপনে
কিংবা যাদের সদাই উজ্জ্বল গগনে।
এক শ্রেণী হল বঞ্চিত কিরণ হতে
এক শ্রেণী পেল শুধুই তার আভাস
আর এক শ্রেণীর নিষ্ঠুর কশাঘাতে
আঁধারে ভরল কত জনের আকাশ।

সেদিন কি আসবে যেদিন মুক্তিসূর্য
উঠবে একই গগনে সবার জন্যে
ততদিন কি থাকবে সকলের ধৈর্য
দুমুঠোর জন্যে যেদিন হবেনা হন্যে।
আসলে এ হচ্ছে এক বাঁচার লড়াই
পথ জুড়ে আছে যার উৎরাই চড়াই।

কোন মন্তব্য নেই: