রবিবার, সেপ্টেম্বর ০১, ২০১৩

আমি পার্থ হতে রাজী আছি

---লিখেছেন অরুণ কারফা
 আমি পার্থ হতে রাজী আছি
কর্ণ হতে নয়
রথের চাকা আটকে গিয়ে
মৃত্যু যার হয়।
আমি সাহিত্যিক হতে রাজী আছি
ব্যকরণ মানতে নয়
বরণ করতে জয় রাজী আছি
নিয়ম কে মানতে নয়।
আমি রাজী আছি বাজী ধরতে
কিছুতেই হারতে নয়
যদি রৌপ্য মুদ্রার দুটি পৃষ্ঠে
একই চিত্র আঁকা হয়।
আমি অবাক হইনা আমার মত
মানুষ সাফল্য পায়
আমি ভাটার কালে নামাইনা জলে
জোয়ারে নামাই নায়ে।
আমার আছে কৃষ্ণের মত গুরু
প্রয়োজনে করি বেইমানি
আমি লাভের ঘরে সদাই থাকি

পারলেই করি অন্যের হানি। 

কোন মন্তব্য নেই: