শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৩

আমি এক ফুলের সওদাগর

আমি এক ফুলের সওদাগর
ফুলের কারবারে প্রেমের দরবারে
কাউকেই মনে করিনা পর।

শত সহস্র ফুল দিয়ে গেঁথে মালা
হতাশ হয়ে আঁখি মেলে দিয়ে দেখি
প্রেমিককে সাজাতে প্রেমিকার গলা।

আর আমি ভাবি এসব হচ্ছে ভুল
এরকম ভাবে ফুলে বন্যা না ঢেলে
প্রকৃত প্রেমে একটাই লাগে ফুল।

তাই মনে হয় কত ফুল হচ্ছে নষ্ট
শত ফুল দিয়ে এক মালা থেকে নিয়ে
 দূর হত কত প্রেমীর মনোঃকষ্ট।

কোন মন্তব্য নেই: