মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৩

আমি শরতের মেঘ

আমি শরতের মেঘ
কোথাও দাঁড়াইনা ঠায়
ভালবাসাই বিলাই
তাদের মাঝে যারা চায়।

খ’য়ে থাকলে পরে
বৃষ্টি হয়ে ঝরি
না থাকলে ভোরে
শিশির হয়ে পড়ি।

নীল আকাশে থেকেও
বর্ণ  আমার রুপালী
পড়লেও সোনা রোদ
গায়ে, হয় না সে সোনালী।

জনসমক্ষে করলে
স্বামীর চিত্ত জয়
তখনি  গোধূলি লগ্নে
সীমন্ত লাল হয়

কিন্তু ভাঙা জুড়ি
হৃদয় করে ভারী,
তখন হই  ভারি
আমি কৃষ্ণকায়;
চিত্তে পেয়ে কষ্ট
শান্তি রে নষ্ট,
বিজলীতে স্পষ্ট

জানান দিই তায়।

কোন মন্তব্য নেই: