শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৩

~ঘর পোড়া গরু~

বারুদের গন্ধ
শিরায় উপশিরায় !
তবুও
জানিনা কেন-
ঘর পোড়া গরু
সিঁদুরে মেঘ দেখলে ডরায় !-২৭.০৯.২০১৩

কোন মন্তব্য নেই: