বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০১৩

~বেজন্মা উবাচ ~

আজ ভাবছি
একটা খাতা খুলি !
সবাই তো লিখলো 
আমিও না হয়
লিখেই ফেলি !
যোনি-তে শুরু
মরণে শেষ !
চোখে-ঠোঁটে -গালে
মৈথুন রেশ !
দিবস-রজনী
ক্ষুধার্ত উদর
একটু দানা-একটু পানি !-১২.০৯.২০১৩

কোন মন্তব্য নেই: