শুক্রবার, আগস্ট ০৯, ২০১৩

বিদায় নিয়ে যায় বরষ প্রবাসে -- লিখেছেন অরুণ কারফা

বিদায় নিয়ে যায় বরষ প্রবাসে
স্রোতস্বিনীর তীর জেগেছে হরষে
মৃদু মন্দ ক্লান্ত শীতল শ্রান্ত বায়
পরশ দিচ্ছে কাশের বনের গায়।

কাশেরা আজ খেলে ঢেউয়ের তালে
তাদের কথা সবাই গেছিল ভুলে
ক’দিন পরে মাথায় পরবে সাজ
তাই বোধ হয় চিতে লেগেছে লাজ।

রুপোর টোপরে সোনালি রোদ পড়ে
চমক দিলেই উঠবে নড়ে চড়ে
মেঘেরা যাবে ছায়া ফেলে ফেলে

বধুরা দেখবে কলস কাঁখে দলে।

কোন মন্তব্য নেই: