শুক্রবার, আগস্ট ০২, ২০১৩

যাবো অচেনায় -- লিখেছেন কবীর সুমন (নাগরিক কবিয়াল)

আসুক পরীক্ষাটা তারপরে ছুটি
তারপর ঝোলা গুড় আর পাউরুটি
পাগলা দাশুতে আছে ছুটির মেজাজ
সেসব পরের কথা পরীক্ষা আজ।
এখনো রয়েছ ছোট বেঁচে গেছ তাই
বুঝবে বয়েস হলে বেঁচে থাকাটাই
অবিরাম পাশ ফেল পরীক্ষা দেওয়া
লুকিয়ে লুকিয়ে চলে কিছু বেঁচে নেয়া।
ফিক করে হেসে ফেলা আকাশটা দেখা
ফুলঝাড়ু হেঁকে কেউ যায় একা একা
লোকটা কোথায় থাকে আছে কি ঘরনী
সেও কি আদুরে বউ শ্যামল বরণী!!

পরবাসী বন্ধুর মুখখানি ভাসে
দক্ষিণ থেকে আসা ছুটির বাতাসে
ফাল্গুন শেষ হলে ধুলোর সময়
স্মৃতিরা প্রশ্ন করে পরীক্ষা হয়।
উত্তর খুঁজে যাই ভাবনা ফেনিয়ে
ঠোঁটে সিগারেট হাতে দেশলাই নিয়ে
ধোঁয়ার ভেতরে ছবি অশরীরী কারা
চুপচাপ দেখে যায় আমার চেহারা।
ইন্টারভিউ হয় একা মুখোমুখি
বলতো মানুষ তুমি হয়েছ কি সুখী
স্বস্তি স্তব্ধতায় উত্তরে চুপ
তবুও বাঁচার নেশা বেহায়া লোলুপ।
এ নেশাও ছুটি নেবে কোন একদিন
সেদিনের পরীক্ষা স্মরণে বিলীন
শেষ প্রশ্নটা হবে শেষ দরজায়
সকলে ছুটিতে যাবো যাবো অচেনায়।।

কোন মন্তব্য নেই: