ভেজা ফুলের গন্ধ পেতে
আর তটেতে হবেনা যেতে
সমীর নিয়ে আসছে ধেয়ে
বাঁধন হারা বর্ষার ধারা
কদম বকুল আর কত ফুল
গ্রীষ্মে যারা ছিল আকুল
ঝিমিয়ে পরে ক্লান্তির ঘোরে
নিশ্বেস নিয়ে ভিজে বায়ে
তাদের সুবাস ছড়াতে ব্যাকুল।
মৌমাছির দল ভাবছে কেবল
এমন ধারায় ভিজলে সকল
কাঁপুনি দিয়ে ঠক ঠকিয়ে
প্রণয়ের জ্বর শরীরের পর
লাগলে কে সামলাবে ধকল?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন