শনিবার, আগস্ট ১০, ২০১৩

সকালেও কৃষ্ণচূড়া হাসে --- লিখেছেন অরুণ কারফা

সকালেও কৃষ্ণচূড়া হাসে
পথের ধারে গাছে দুপাশে
ঘন ঘটাতেও আলো জ্বালে
জোনাক যেন দিবস কালে।

দুপুরে ছাতিম হেলে দোলে
মুখস্থ করা বুলি বললে
প্রেমিক প্রেমিকা দলে দলে
তার সে নীচে ছায়ার তলে


বিকালেই সূর্য অস্ত যায়
থাকেনা সাঁঝের অপেক্ষায়
সন্ধ্যা হলে তারা ঝুরি ঝুরি
মিথ্যে আওড়াবে রে চুরি।

তারপর সুধাকর আসে
ধার করা সুধায় সুবাসে
চারিদিকে রম রম করে

জ্যোতস্নায় প্রেমিকেরা ভরে।

কোন মন্তব্য নেই: