আমরা পরিবর্তন চেয়েছিলাম।
৩০০ বছরের বেশি ব্রিটিশ শাসকের অপশাসনের অবসান চেয়েছিলাম। অবসান হল, ১৯৪৭ সালের ১৫
আগস্ট হল সেই মাহেন্দ্রক্ষণ। ব্রিটিশ শাসকের পরিবর্তে এল ভারতীয় শাসক। পরিবর্তন
হল, মানে শাসকের হাতবদল হল। আমরা কী পেলাম ? স্বাধীনতা চেয়েছিলাম, পেলাম বইকি – সঙ্গে উপরি হিসাবে
পেয়েছিলাম দেশভাগ, পেলাম পাকিস্তান ও বাংলাদেশ, হিন্দু-মুসলমান চিরস্থায়ী বিভাজন,
রক্তস্নান, লক্ষাধিক ধর্ষিতা মা-বোন, দিশাহারা উদ্বাস্তু, কাশ্মীর সংকট, অরুণাচল
সংকট, গোর্খাল্যান্ড সংকট আরও কত না-জানি কী !
শাসক বদলে যায়, শাসকের রূপ একই থাকে।
রাজা বদলে যায়, রাজার পোশাক বদলায় না।
পরিবর্তন মানে কি শুধুই হাতবদল !!!!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন