দিন চলে যায় তমস ছায়
পাখীরাও যায় ফিরে কুলায়
মেঘগুলো তবু ঠায় দাঁড়িয়ে
অষ্টপ্রহর কার অপেক্ষায়?
কৃষ্ণ কি তবে তার বাঁশি
নিয়ে
মনকাড়া কোন সুরে বাজিয়ে
করেছে মুগ্ধ এমন তাদের
মন্ত্রে গেছে তারা দিশা হারিয়ে?
তাই যদি হয় সত্য ব্যাপার
কারণ আছে ভাবনা করার
নাই যদি বসে চাঁদের হাট
রাসলীলা হবে কোথা ধরার?
নক্ষত্র বিহীন শ্রাবণী রাতে
রাধিকা না গেলে জল আনতে
কার কানে মধুর বংশীধ্বনি
বাজাবে সে তার প্রেম বিলাতে?
মন্ত্রে গেছে তারা দিশা হারিয়ে?
তাই যদি হয় সত্য ব্যাপার
কারণ আছে ভাবনা করার
নাই যদি বসে চাঁদের হাট
রাসলীলা হবে কোথা ধরার?
নক্ষত্র বিহীন শ্রাবণী রাতে
রাধিকা না গেলে জল আনতে
কার কানে মধুর বংশীধ্বনি
বাজাবে সে তার প্রেম বিলাতে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন