আমি বসত বাড়ি
ভাবনা দিয়ে গড়ি
চালায় দিই খড়
কুটো
জানলা দিয়ে ধরি
হাতটি বের করি
জোছনা রাশি
মুঠোমুঠো।
বাগানে লাগাই
গাছের চারাই
নিশ্বাস নিই
বুক ভরে
ফুল তুলিনা
চুলে গুঁজিনা
মাটি খুঁড়ি
দিঘী করি
বর্ষায় জল জমে যত
শালুক ফোটে
ভ্রমর জোটে
গুনগুনিয়ে শত
শত।
আমার বাগে
সবার আগে
সূর্য ওঠে ভোর
বেলায়
কোকিল ডাকে
কদম শাখে
কুহু তানে জোর
গলায়।
দিনের শেষে
সাঁঝের বেশে
ছায়া ঘনালে হয়
মনে
মানুষ জন
হলে এমন
সাম্য ছড়াত ধনে
মানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন