বুধবার, আগস্ট ১৪, ২০১৩

দেখে যা ওরে বাইরেটা তোরা -- অরুণ কারফা

দেখে যা ওরে বাইরেটা তোরা
কে আছিস কোথায় আয়
সমীরন ধীরে ধান ক্ষেতের
উপর দিয়ে হেঁটে যায়
সোনা পরছে যেভাবে মাথায় আসি
তাই দিয়েই বানিয়ে সোনার বাঁশি
ধানের শিষ বাতাসেতে দিচ্ছে যে শিস
বুলবুলি সবে করে কানে ফিসফিস।

মেঘেদের দলের রাশি রাশি
পরবাসের দিকে যায়
ছায়াগুলোও যে মায়া তাদের
কাটাতে পারছেনা হায়
তলে তাদের সোনালি ধানের পরশ
মাথার ’পরে রুপালী মেঘের হরষ
কোনটা ছেড়ে কোনটারে ধরে মনে
এই দোটনায় ভোগে তারা ক্ষণে ক্ষণে।

ধীরে ধীরে হলেও
বুঝতে পারে তারা স্বাধীনসত্বা না থাকায়
ইচ্ছের বিরুদ্ধেও

যেতেই হবে তাদের মেঘেদের পায়ে পায়ে।

কোন মন্তব্য নেই: