বুধবার, জুলাই ৩১, ২০১৩

ইসলাম নারীদের যে সম্মান দিয়েছে -- লিখেছেন রুশনা বেগম

ইসলাম নারীদের যে সম্মান দিয়েছে তা যদি আমরা জানতাম তাহলে সেই অধিকার আদায়ের জন্য মুসলিম নারীরা মিছিল বের করত আজ এই সমাজে নারীদের অবস্থান কোথায়, আজ এই পুরুষ শাসিত সমাজের পুরুষদের সামান্নতম কৃতজ্ঞতা বোধ যদি তাকত যে আমি ও একটা নারীর গর্ভে জন্ম নিয়েছি তাহলে নারীরা পদে পদে লাঞ্চিত এবং বঞ্চিত হতনা

আসুন এবার আমার আল্লাহ কি বলেন ? যে ঘরে প্রথমে কন্যা সন্তান জন্ম নিল সেই ঘর বরকতময়, েই ঘরে রহমতের ফেরেস্তা ডুকে এই কন্যা সন্তানটির মাথায় হাত ভুলায় আর বলতে থাকে এই ঘরের মালিকেরা তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হুক, কিন্তু ছেলেদের জন্য এরকম একটা হাদিছ ও নেই ইসলাম নারীদের কি অধিকার দিয়েছে, বিশ্ব নবী (সঃ) কি মর্যদা দিয়েছেন একটা নারী যখন যুবতী হয়, ইসলাম ঘোষনা দেয় "যে তার মেয়েকে সঠিকভাবে লালন পালন করে এবং পাত্রস্ত করেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
নারী যখন বিবাহিত, ইসলাম বলে"সেই পুরুষই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছেউত্তম।
নারী যখন সংসারী, ইসলাম বলে তুমার স্ত্রীর দিকে দয়ার দৃষ্টিতে তাকাও সওয়াবের কাজ
নারী যখন গর্ভবতী, ইসলাম বলে "গর্ভাবস্থায়যে নারী মারা যায় সে শহীদের মর্যাদা লাভ করে
নারী যখন মা, সমস্ত সুখ সমস্ত শান্তি যে নামের সাথে বিনা সুতায় গাথা, আমার আল্লাহ বলেন "মায়ের পদতলে সন্তানের বেহেশত"
এবার বলুন ইসলাম আমাদের মা বোনদের কতটুকু সম্মান দিয়েছে?

মুক্তমনা বোনদের বলছি... বোন মনে রাখবে ! যারা তোমাদের স্বাধীনতার দোহাই দিয়ে এগিয়ে দেয় ওরা তোমাদের পণ্য মনে করে.
নতুবা তোমাদের দিয়ে সাবান,গাড়ী ইত্যাদির বিজ্ঞাপন করত না নিশ্চই সাবান গাড়ী ইত্যাদির চেয়ে তোমাদের মূল্য অনেক বেশী যারা তোমাদের সমানধিকারের স্লোগান শিখিয়ে দেয় ওরা তোমার অধিকার হরন করে কারন ইসলাম তোমাকে
অগ্রাধিকার দিয়েছে যারা তোমাদের অশ্লীলতাকে,নগ্নতাকে পছন্দ করে ওরা তোমাদেরকে পছন্দ করেনাতাইত বিয়ের সময় তোমাদের বিয়ে না করে ভাল পাত্রী খুজতে বের হয় যারা একসময় নগ্নতায় নিমজ্জিত ছিল বিয়ের পর তারাই
তোমাকে নগ্নতার খুটা দিয়ে আত্নহত্যা করতে বাধ্য করে



কোন মন্তব্য নেই: