রবিবার, জুলাই ০৭, ২০১৩

উঠতি কদম -- লিখেছেন ঝন্টু মণ্ডল


নদী যেখানে বঙ্কিম হয়ে শোনায় শোকগাথা
আমি বসে থাকি।
কিছু একটা ভাবি
বরাবর্‌ই মেলাতে পারিনা
মেলাতে হয়তো চাইও না।
শুধু ভাবি কী হয়েছিলো সেদিন?



যে পাথরটা আমার নিত্যসঙ্গী
সে আজও পিতৃ-সুখ-বঞ্চিত।
মাটিও জমেনি; সবুজও আসেনি।
শ্যাওলা চেষ্টা করেছিলো বার কয়েক
এখন সেও এ-পথ মাড়ায় না।
আমাদের জমে ভালো!

নদীর জল কিন্তু বড় চালাক
আমার সামনেই নাচে,গান গায়,খেলা করে
বয়ে যায় বারবার।
আর আমি ভাবি--
এত জল আসে কোথা থেকে?
আমার চোখও তাই ভাবে!

নদী--
তুমি কি আমায় ভালবাসবে?
মানসী যা পারেনি!
দেখিনা, কার আগুন বেশী।
দেখিনা, কিসে দহন বেশি!

রোজ উঠে দাঁড়িয়েও থমকে যাই--
"উঠতি কদম রুখ যাতা হে..."

তোমায় যে কথা দিয়েছিলাম--
এ জীবনে অন্য কাউকে ভালবাসবো না!

1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

সুন্দর হয়েছে।