হেঁচো
আর হেঁপো বাবু
চলেন
ট্রেনে চড়ে
হঠাৎ
করে হেঁচোবাবুর
সর্দি
এলে তেড়ে |
হ্যাঁচ্ছ
করে হেঁচোবাবু
বলেন
তেড়েমেড়ে
জানলাটা
বন্ধ কর
সর্দি
লাগে যে রে |
এই
না বলে হেঁচোবাবু
শার্সি
ধরে নামান
তাই
না দেখে হেঁপোবাবুর
বাড়ল
হাঁপের টান |
হাঁপিয়ে
বলেন হেঁপোবাবু,
তোমার
পায়ে পড়ি,
জানলাটা
একটু খোলো
শ্বাস
না নিয়ে যে মরি !
বলেই
অমনি জানলা নামান
আওয়াজ
করে দড়াম
বলেন
তিনি হাস্যমুখে ,
আঃ, কী যে আরাম !
তারপরেতে
কী যে হল
ভেবেই
পাই না কূল
শুধুই
শুনি দড়াম দড়াম
চোখেতে
সর্ষে ফুল |
অবশেষে
বলি আমি,
থামুন
দেখি মশাই
দেখছেন
কী জানলাটিতে
কাঁচ
-ই কোন যে নাই !
শুধু
শুধুই এই ঝামেলা
করেন
যে ভায়ারা
নাক
নিয়েছে কোন্ কাকেতে
ভেবেই
হলেন সারা ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন