জোকস - ১
সুবীর ও শৈবালের কথা হচ্ছে-
সুবীর : কী রে তুই সাঁতার কাটতে পারিস
শৈবাল : না, পারি না
সুবীর : আমাদের এলাকার কুত্তারাও
তো সাঁতার কাটতে পারে !!!
সাতদিন পর আবার দুই জনের দেখা
সুবীর : কী রে, তুই এখন সাঁতার কাটতে পারিস ?
শৈবাল : হুম্ম পারি !
সুবীর : তো কী হইছে !!! ওটা তো আমার এলাকার কুত্তারাও …পারে …
সুবীর : কী রে তুই সাঁতার কাটতে পারিস
শৈবাল : না, পারি না
সুবীর : আমাদের এলাকার কুত্তারাও
তো সাঁতার কাটতে পারে !!!
সাতদিন পর আবার দুই জনের দেখা
সুবীর : কী রে, তুই এখন সাঁতার কাটতে পারিস ?
শৈবাল : হুম্ম পারি !
সুবীর : তো কী হইছে !!! ওটা তো আমার এলাকার কুত্তারাও …পারে …
জোকস - ২
এক লোক গেছে একটা ক্যামেরার দোকানে।
লোক : ভাই, আমাকে এমন একটা ক্যামেরা দেখাতে পারেন, যেটা দিয়ে খুব দ্রুত ছবি ধারণ করা যায়?
দোকানদার : অবশ্যই আছে। এই দেখুন, এই ক্যামেরা দিয়ে আপনি একটা পড়ন্ত আপেলের ছবি তুলতে পারবেন।
লোক : না, ভাই, আমার আরও দ্রুতকাজ করে এমন ক্যামেরা চাই।
দোকানদার : আচ্ছা। তাহলে এই ক্যামেরাটা দেখুন, এটা দিয়ে আপনি একটা ছুটন্ত যুদ্ধবিমানের ছবি তুলতে পারবেন।
লোক : নাহ্! আমার আরও দ্রুত কিছু চাই!
দোকানদার : আপনি কেমন ছবি তুলতে চান, বলুন তো?
লোক : আসলে, আমার ছেলেটা একটা আস্ত বাচাল। ও মুখ বন্ধ করে আছে, এমন একটা ছবি তুলতে চাই!
লোক : ভাই, আমাকে এমন একটা ক্যামেরা দেখাতে পারেন, যেটা দিয়ে খুব দ্রুত ছবি ধারণ করা যায়?
দোকানদার : অবশ্যই আছে। এই দেখুন, এই ক্যামেরা দিয়ে আপনি একটা পড়ন্ত আপেলের ছবি তুলতে পারবেন।
লোক : না, ভাই, আমার আরও দ্রুতকাজ করে এমন ক্যামেরা চাই।
দোকানদার : আচ্ছা। তাহলে এই ক্যামেরাটা দেখুন, এটা দিয়ে আপনি একটা ছুটন্ত যুদ্ধবিমানের ছবি তুলতে পারবেন।
লোক : নাহ্! আমার আরও দ্রুত কিছু চাই!
দোকানদার : আপনি কেমন ছবি তুলতে চান, বলুন তো?
লোক : আসলে, আমার ছেলেটা একটা আস্ত বাচাল। ও মুখ বন্ধ করে আছে, এমন একটা ছবি তুলতে চাই!
জোকস – ৪
বিক্রেতা সবজির মধ্যে জল ছিটাচ্ছেন দেখে সর্দারজি চুপ করে
এক কোনায় দাঁড়িয়ে রইলেন। সর্দারজিকে দাঁড়িয়ে থাকতে দেখে সবজি বিক্রেতা
বললেন
: কী ভাই, দাঁড়িয়ে আছেন কেন ? সবজি কিনলে বলেন আর না কিনলে দোকানের সামনে থেকে চলে যান।
সর্দারজির জবাব : সবজি তো কিনতেই এসেছি। কিন্তু এত জল ছিটানোর পরও তো আপনার সবজির হুঁশ আসছে না। সবজির হুঁশ ফিরে এলে ১০ কিলো সবজি কিনতাম, তাই দাঁড়িয়ে আছি।
সর্দারজির জবাব : সবজি তো কিনতেই এসেছি। কিন্তু এত জল ছিটানোর পরও তো আপনার সবজির হুঁশ আসছে না। সবজির হুঁশ ফিরে এলে ১০ কিলো সবজি কিনতাম, তাই দাঁড়িয়ে আছি।
জোকস – ৫
এক বাচ্চাকে নিয়ে তার বাবা গেছে দাঁতের ডাক্তারের কাছে ।
বাচ্চাটার দাঁতে খুব ব্যথা ছিল । ডাক্তার ভাবল ছোট্ট বাচ্চা ভয়পাইতে পারে । তাই সে বাচ্চাটাকে সহজ করার জন্য তার নাকে এদিক ওদিক নাড়িয়ে বলল : বাবু, তোমার এই দাঁতটা ব্যাথা ? বাচ্চা চিল্লাইয়া উইঠা ওর বাবারে বলল : আব্বা !! লন যাইগা । এই হালায় তো দাঁতও চেনে না !!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন