মুঠো মুঠো ফলিত স্বপ্ন
অহেতুক কতবার ভিজিয়ে দিয়েছে মাথা
যন্ত্রণায় ততবার ভিজে গেছে মন ও শরীর ।
একদিন ভোর নাকি স্বপ্নের নয়
স্বপ্নের নয় এলোমেলো বিছানাচাদরবালিশ ;
সারারাত ঘুমজাগানীয়া সংকেত তার ।
ছিলোনা জলজের ভাষা
বৃষ্টির ইশারা
বিমুগ্ধভাব
আকাশে কালো পর্দার ঝুঁকে পড়া গম্ভীর টান ।
একদিন তাই খুঁজেনিলো জল
নদীর তল জলের চলাচল সবুজ শ্যাওলা মাছেদের চোখ ।
ভালোবেসে ? ।
অহেতুক কতবার ভিজিয়ে দিয়েছে মাথা
যন্ত্রণায় ততবার ভিজে গেছে মন ও শরীর ।
একদিন ভোর নাকি স্বপ্নের নয়
স্বপ্নের নয় এলোমেলো বিছানাচাদরবালিশ ;
সারারাত ঘুমজাগানীয়া সংকেত তার ।
ছিলোনা জলজের ভাষা
বৃষ্টির ইশারা
বিমুগ্ধভাব
আকাশে কালো পর্দার ঝুঁকে পড়া গম্ভীর টান ।
একদিন তাই খুঁজেনিলো জল
নদীর তল জলের চলাচল সবুজ শ্যাওলা মাছেদের চোখ ।
ভালোবেসে ? ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন